প্রকাশিত: Mon, Dec 25, 2023 7:41 PM
আপডেট: Tue, Jul 1, 2025 1:52 PM

[১]চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের আইল্যান্ডের দৃষ্টিনন্দন গাঁদা ফুলের বাগান পথচারীদের নজর কাড়ছে

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): [২] চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক রাউজানের অংশে দশ কিলোমিটার সড়কের আইল্যান্ডের মাঝখানে দৃষ্টিনন্দন গাঁদা ফুলের বাগান। পাশাপাশি রয়েছে বিদেশি খেজুর গাছ আর সবজি বাগান। এমন সৌন্দর্যময় দৃশ্য এখন পর্যটকসহ সকলের নজর কাঁড়ছে। যে কেউ রাউজানে প্রবেশ করলে মনে হবে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন শহর । যা দেখতে মনে হবে ইউরোপের আদলে একটি স্মার্ট বাংলাদেশের রাউজান। সত্যিই অপরূপ এক দৃশ্য। 

[৩] জানা যায়, ফজলে করিম চৌধুরী রাঙামাটি মহাসড়কের আইল্যান্ডে এক হাজার বিদেশি খেজুর গাছ রোপন করেন। এ বাগানের পরিচর্যার সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বে থাকা রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন এ সবকিছু সম্ভব হয়েছে  সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর কারণে। 

[৪] সুলতানপুর উচচ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন বলেন আমার জীবনে মহাসড়কে এরকম ফুলের বাগান কোথাও দেখিনি যা আজকে রাউজানে এম.পি মহোদয় দেখিয়েছেন। পশ্চিম সুলতানপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি মোরশেদ আলম বলেন এম.পি মহোদয় একজন সৃজনশীল ব্যক্তি মহাসড়কে ফুলের বাগান তৈরি করে তিনি তা আবারও প্রমাণ করেছেন।  চার কিলোমিটার সড়কে রোপণ করা হয়েছে গাঁদা ফুল। চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের রাউজান অংশে সাড়ে ১৩ হাজার বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের চারা রোপন করা হয়েছে। প্রায় চার লাখ টাকার খরচ হয়েছে। সাড়ে ১৩ হাজার বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের চারা লাগানো হয়েছে। বাগান পরিচর্যার জন্য রাখা হয়েছে শ্রমিক। 

[৫] মোরশেদ বলেন, মানুষের চিন্তাচেতনার পরিবর্তন ঘটাতে আইল্যান্ডের মাঝখানে বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে। ঝাঁকে ঝাঁকে ফুটেছে ফুল, দেখতেও ভালো লাগে। এই সড়কের সৌন্দর্য এখন পথচারী ও যাত্রীদের নজর কাড়ছে। সড়কের ফুল যাতে কেউ না ছিঁড়ে সে জন্য সাইনবোর্ড দিয়ে নির্দেশনা দেয়া হয়েছে।